বরিশালে ৬ লাখ পোনাসহ ট্রাকচালক আটক

বরিশালে ট্রাকে পাচারের সময় প্রায় ছয় লাখ গলদা চিংড়ির পোনাসহ এক ট্রাকচালককে আটক করা হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2022, 04:09 PM
Updated : 2 July 2022, 04:09 PM

আটক মো. আমিনুল শেখ (২৬) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মোহাম্মদ আলী শেখের ছেলে।

শনিবার সকালে তাকে আটক করা হয় বলে কোস্টগার্ড দক্ষিণ জোনের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে বরিশাল শহরের রূপাতলি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক গতিবিধির ট্রাক থামিয়ে তল্লাশি করলে এই পোনা মেলে।

মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও কোতোয়ালি থানার এসআই রেজাউল ইসলাম রেজার উপস্থিতিতে পোনাগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

তাছাড়া আটক ট্রাক ও চালককে পুলিশে দেওয়া হয়েছে।

কিঞ্জল বলেন, “উদ্ধার করা পাঁচ লাখ ৯৫ হাজার পোনার দাম প্রায় ১১ লাখ ৯০ হাজার টাকা।”

আটক ট্রাকচালকের বিরুদ্ধে থানায় মামলা হয়। কোস্টগার্ডের একজন সদস্য এই মামলা করেন। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয় বলে এসআই রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।