কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের সামনে নারীকে মারধর: একজন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশে নারীকে মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2022, 03:52 PM
Updated : 2 July 2022, 03:52 PM

শনিবার সকালে উপজেলার ত্রিশগ্রামে অভিযান চালিয়ে জামাল হোসেন (৩০) নামের এই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে মুরাদনগর থানার ওসি আবুল হাশিম জানান।

গত ২৮ জুন ওই গ্রামের এক নারীকে বিরোধ মীমাংসার জন্য কোম্পানিগঞ্জ বাজারে ডেকে নেন উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন।

একটি জমির মালিকানা দাবি করছেন ওই নারী ও চেয়ারম্যানের ভাতিজা ইউপি সদস্য দেলোয়ার হোসেন। এই নিয়ে বিরোধ। বিরোধ মীমাংসার আলোচনার একপর্যায়ে ওই নারীর শ্লীলতাহানিসহ মারধর করা হয়। সে সময় চেয়ারম্যান চেয়ারে বসে বসে দেখেন। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে এলাকায় তোলপাড় হয়। চেয়ারম্যানের দায় নিয়ে প্রশ্ন ওঠে।

এ ঘটনায় শনিবার সকালে ওই নারী থানায় মামলা করেন।

ওসি হাশিম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।