নারায়ণগঞ্জে গৃহবধূকে ‘হত্যা’, স্বামী-শ্বশুর পলাতক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গৃহবধূকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2022, 01:04 PM
Updated : 2 July 2022, 01:04 PM

নিহত জুনু আক্তার (২৮) উপজেলার গজারিয়াপাড়া এলাকার কবির হোসেনের স্ত্রী।

তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন।

স্থানীয়দের ভাষ্য, পারিবারিক কলহের জেরে কবির বিভিন্ন সময় জুনু আক্তারকে মারধর করতেন। এ নিয়ে শুক্রবার রাতে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জুনুকে শারীরিক নির্যাতন করেন কবিরসহ শ্বশুর-শাশুড়ি। জুনু আক্তার মারা গেলে বাড়ির সবাই রাতের আঁধারে পালিয়ে যান। পালানোর আগে জুনু আত্মহত্যা করেছেন বলে আশপাশের লোকজনের কাছে প্রচার করেন তারা।

শনিবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই জাকির বলেন, “জুনুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। তাছাড়া পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।