সাতক্ষীরা সীমান্তে যুবক আটক, দুটি পিস্তল উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত থেকে এক যুবককে আটক করেছে বিজিবি; এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2022, 11:35 AM
Updated : 2 July 2022, 11:35 AM

শুক্রবার গভীর রাত পৌনে ১টায় উপজেলার মাদরা সীমান্তের উত্তর ভাদিয়ালী থেকে তাকে আটক করা হয় বলে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান।

৩৪ বছরের মো. বদরুজ্জামান উত্তর ভাদিয়ালী গ্রামের বাসিন্দা।

বিজিবি অধিনায়ক বলেন, মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৯ আরবি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভাদিয়ালীতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

“এ সময় বদরুজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে এক লাখ ২০০ টাকা মূল্যের একটি বিদেশি পিস্তল, ১০ হাজার ৪০ টাকা মূল্যের একটি দেশীয় পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।”

আটক ব্যক্তিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।