সিরাজগঞ্জে আবার বাড়ছে যমুনার পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কারণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। এ কারণে নদীর তীর ও নিচু এলাকা আবারও প্লাবিত হচ্ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2022, 09:14 AM
Updated : 2 July 2022, 09:14 AM

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় শহরের হার্ডপয়েন্ট এলাকায় ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার সকাল থেকে যমুনার পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত বুধবার থেকে পানি বাড়তে শুরু করেছে। তবে পানি বৃদ্ধির হার কম থাকায় বন্যার কোন আশঙ্কা নেই বলে জানান তিনি।