নিউইয়র্কে দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু, যখন তার অর্থে চলছিল ত্রাণ বিতরণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের বাসিন্দা এক বীর মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছেন, যখন তার পাঠানো অর্থে বাড়িতে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ চলছিল।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2022, 04:30 PM
Updated : 1 July 2022, 04:30 PM

শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় নিউইয়র্কের একটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।   

নিহত আবদুর রহিম (৭৫) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম নাগেরহাট গ্রামের বাসিন্দা।

গত শতকের আশির দশক থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। সেখানে তিনি একটি ফুড কোম্পানিতে কর্মরত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিমের ছোট ভাই আজহার ইসলাম মাহমুদ জানান, তার ভাই আমেরিকার নিউইয়র্কে নিজে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দ্রুত বাংলাদেশ নিয়ে আসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

স্বজন ও স্থানীয়রা জানান, ১৯৭৯ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম মানুষের কল্যাণে নানামুখী কর্মের পাশাপাশি নিজ গ্রাম পশ্চিম নাগেরহাটে স্থায়ীভাবে একটি মাঠ ও ক্লাব ঘর নির্মাণ করে দিয়েছেন। এ ছাড়া তিনি স্থানীয় সবুজ সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

আজহার ইসলাম মাহমুদ জানান, শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা আবদুর রহিমের পাঠানো অর্থে গ্রামের বাড়িতে যখন দুই শতাধিক দুস্থের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছিল তখনই এই মৃত্যুর খবর আসে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।