ফরিদপুরে দুদিনের জাতীয় বিতর্ক উৎসব শুরু

ফরিদপুরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বাদশ জাতীয় বির্তক উৎসব শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2022, 01:37 PM
Updated : 1 July 2022, 01:37 PM

শুক্রবার জেলা শহরের কবি জসীমউদ্দিন হলে দুদিনব্যাপী এই উৎসব শুরু হয়। শেষ হবে শনিবার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, “ডিবেট শুধু যুক্তি নয়, এটা মানুষের ভেতরকার বিবেককে শুদ্ধ করে পরিপূর্ণ মানুষ হতে সহায়তা করে। বিতর্ক সত্যকে প্রতিষ্ঠিত করে, যারা সাহসী তাইরাই বিতর্ক করে সত্যকে অনুসন্ধান করে।”

ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি অমিত ঘোষ জানান, দুই দিনের এই বিতর্ক উৎসেব দেশের বিভিন্ন জেলা থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় – তিন গ্রুপের সাড়ে ৬শ বির্তাকিক অংশ নিচ্ছেন।  

শনিবার বিকালে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিজয়ীদের হাতে সনদ তুলে দেওয়ার মধ্য দিয়ে উৎসব শেষ হবে।

ফরিদপুর ডিবেট ফোরামের আয়োজনে এই উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অমিত ঘোষ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা ও সিরাজ-ই-কবিরসহ অনেকেই।