জাটকা ধরায় নিষেধাজ্ঞা উঠল

আট মাস ধরে চলমান জাটকা আহরণে নিষেধাজ্ঞা শেষ হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2022, 05:58 PM
Updated : 30 June 2022, 05:58 PM

বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের নদ-নদীতে মাছ শিকারে আর কোনো নিষেধাজ্ঞা নেই বলে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার গত ১ নভেম্বর থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা জারি করে।

বিমলচন্দ্র বলেন, ১ নভেম্বর থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা বৃহস্পতিবার মধ্যরাতে উঠে যাচ্ছে। এখন থেকে জেলেরা সব নদ-নদীতে মাছ শিকার করতে পারবেন।

জাটকা ধরা ঠেকাতে গত আট মাস ধরে বরিশালের মৎস দপ্তর বিভিন্নভাবে সক্রিয় ছিল।

বিমল বলেন, জেলার ১০ উপজেলায় মোট এক হাজার ৯৬টি অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়েছে ৩৯৪টি। মোট ৬৩ দশমিক ৮৬৯ মেট্টিকটন জাটকা ও তিন দশমিক ৯২ মেট্টিকটন অন্যান্য মাছ উদ্ধার করে বিভিন্ন লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয় এ সময়। মোট ৫৭৭টি মামলার বিপরীতে জরিমানা আদায় করা হয় ১০ লাখ টাকার বেশি। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৪০৯ জনকে।

অভিযানকালে জাটকা আহরণে ব্যবহৃত নৌকাসহ বিভিন্ন উপকরণ নিলামে বিক্রি করে সরকারের আরও লক্ষাধিক টাকা আয় হয়েছে বলে জানান বিমলচন্দ্র।