কক্সবাজার শহরে দস্যুতা-লুণ্ঠনের দায়ে ২ জনের যাবজ্জীবন

কক্সবাজার শহরে দস্যুতা ও লুণ্ঠনের দায়ে দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2022, 05:35 PM
Updated : 30 June 2022, 05:35 PM

তাছাড়া আদালত তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের জন্য আরও এক বছরের কারাদণ্ডও ঘোষণা করেছে একই আদালত।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসি ঘোনা এলাকার আবুল কালামের ছেলে মো. আবু সিদ্দিক (৩৫) ও খুরুশকুল ইউনিয়নের গাজীর ডেইল এলাকার মমতাজের ছেলে মনির আলম (২০)।

এছাড়া এ মামলায় খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকার মো. সেলিম ওরফে পুতু নামে এক ব্যক্তিকে ১০ বছরের সাজা দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের এপিপি রণজিত দাশ মামলার নথির বরাতে জানান, ২০২০ সালের ৪ জানুয়ারি কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজ এলাকায় ছুরিকাহত হন ইমরুল ইসলাম নামে এক কলেজছাত্র। তাছাড়া তার টাকা ছিনতাই হয়। এ ঘটনায় তার ভাই রবিউল হাসান বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন।

ওই বছর ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এপিপি বলেন, ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই সাজা দিল।