গ্রেপ্তারকৃত এনামুল হক ওরফে এনাম (৩৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি বলে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান।
এনামুল টেকনাফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। ইউনিয়নের নাজিরপাড়ার মোজাহের মিয়ার ছেলে তিনি।
বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি হাফিজুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়ে র্যাবের বিরুদ্ধে নানা অপপ্রচার চালান এনামুল হক। গত মার্চ মাসে এ অভিযোগে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের এক সদস্য বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। ওই মামলায় এনামুল পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
“তাছাড়া এনামুল হক ওরফে এনাম মেম্বার একজন আত্মস্বীকৃত ইয়াবা কারবারি। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমপর্ণ করেছিলেন তিনি। পরে মাদক ও অস্ত্র আইনে দায়ের করা মামলায় জামিনে রয়েছেন এনামুল।"
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি হাফিজুর রহমান।