তাছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে একই আদালত।
রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তারিক হোসেন বৃহস্পতিবার বিকেলে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার কাউনিয়া উপজেলার বিশ্বনাথপুর এলাকার নূর আমিন ও তার ছেলে মাহবুর ইসলাম।
রায় ঘোষণার সময় সাজা পাওয়া আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
তাছাড়া এ মামলায় আরও দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
ঘটনার পর মাহবুর ইসলাম, তার বাবা নূর আমিনসহ সাতজনের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা হয়। পুলিশ তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় আদালতে।
আইনজীবী নয়নূর বলেন, আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বাবা ও ছেলেকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে।
তবে আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরী বলেন, তারা ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।