নরসিংদীতে নিয়ন্ত্রণহীন কভার্ড ভ্যান প্রাণ নিল ৫ পথচারীর

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন এক কভার্ডভ্যানের চাপায় পাঁচ পথচারীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকনরসিংদী প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2022, 06:16 AM
Updated : 30 June 2022, 07:13 AM

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন জানান।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কভার্ড ভ্যানের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি জব্দ করা হয়েছে।”

নিহতরা হলেন রায়পুরার মির্জাপুর ইউপির ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া, নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম, মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া, একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া এবং পাগলাবাড়ির শাজাহান মিয়া।

ঢাকা থেকে ছেড়ে আসা কভার্ডভ্যানটি যাচ্ছিল সিলেটের দিকে। মহাসড়কের মাহমুদাবাদ বাজার এলাকায় সেটি রাস্তা ছেড়ে বেরিয়ে কাঁচাবাজারে উঠে পড়ে।

ওসি বলেন, “তখন সেখানে কিছু লোক কেনা-বেচা করছিল। ভ্যানের চাপায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। ভৈরবে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। পরে ভৈরবে হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।”