বৃহস্পতিবার রাতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুলাল আহত হন; সোমবার রাতে হাসপাতালে তিনি মারা যান।
বুধবার সকাল সোয়া ৮টায় এ পথের ত্রিশালের আউলিয়ানগর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে চলাচল বন্ধ হয়ে যায় বলে ময়মনসিংহ রেলওয়ে থানার (জিআরপি) ওসি মির্জা মো. মুক্তা জানান।
তিনি আরও বলেন, কেওয়াটখালী লোকো সেড থেকে রিলিফ ট্রেন গিয়ে মেরামত কাজ সম্পন্ন করলে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এতে কোনো স্টেশনে ট্রেন আটকা পড়েনি বলে জানান ওসি।