প্রেসক্রিপশনে অন্য ওষুধ লিখে বিক্রি, ফার্মেসি মালিককে জরিমানা

ময়মনসিংহে চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনের উপর ফার্মেসি মালিক অন্য ওষুধ লিখে বিক্রি করায় ৩৫ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2022, 02:30 PM
Updated : 28 June 2022, 02:33 PM

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার নগরীর চরপাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে সাবা মেডিকেল ফার্মেসির মালিককে এই জরিমানা করে। 

মঙ্গলবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগকারী মালেক মিয়াকে প্রণোদনার ৮ হাজার ৭৫০ টাকা বুঝিয়ে দেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক নিশাত মেহের।

নিশাত মেহের সাংবাদিকদের বলেন, গত ১৫ জুন আবদুল মালেক (৭০) নামের এক বৃদ্ধ কানের সমস্যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসক ওই বৃদ্ধকে ৬০ টাকা দামের একটি কানের ড্রপ লিখে দেন।

“ওই বৃদ্ধ মেডিকেল কলেজ গেটের বিপরীতে সাবা মেডিকেল নামে ওই ফার্মেসিতে ওষুধটি কিনতে গেলে মালিক প্রেসক্রিপশনের ওপর অন্য একটি ইউনানি ওষুধ লিখে তা ৬০০ টাকা বিক্রি করেন। ওই ওষুধ ব্যবহারের পর রোগীর উচ্চ রক্তচাপসহ বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।”

নিশাত মেহের আরও বলেন, তখন ওই বৃদ্ধ আবার ওই চিকিৎসকের কাছে গিয়ে ব্যাপারটি জানান। পরে চিকিৎসকের পরামর্শে ওই বৃদ্ধ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে রোববার [২৬ জুন] অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ওইদিন অভিযান চালিয়ে সাবা মেডিকেল ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করে। পরে নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ হিসাবে ৮ হাজার ৭৫০ টাকা অভিযোগকারী মালেক মিয়াকে দেওয়া হয়েছে।