রাজশাহীতে শেয়ালের হামলায় আহত ২৭

রাজশাহীর বাগমারা উপজেলায় শেয়ালের হামলায় ২৭ জন কৃষক আহত হয়েছেন। পরে গ্রামবাসী ধাওয়া করে একটি শেয়ালকে পিটিয়ে মেরে ফেলে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2022, 08:12 AM
Updated : 28 June 2022, 08:12 AM

উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান।

জিল্লুর রহমান বলেন, “আগে থেকেই ওই পান বরজে শেয়ালগুলো লুকিয়ে ছিল। প্রথমে একজনের উপর হামলা করলে অন্যরা তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় শেয়ালের কামড় ও আঁচড়ে ২৭ জন আহত হন। পরে গ্রামবাসী ধাওয়া করে একটি শেয়াকে পিটিয়ে মেরে ফেললেও অন্যগুলো পালিয়ে যায়।”

রাজশাহীর সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, আহতদের মধ্যে ১৮ জনকে বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় গুরুতর অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৪ জনকে ওই হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে বলা হয়েছে।