সেপটিক ট্যাংকে পড়া শিশু উদ্ধারে গিয়ে তিনজনের মৃত্যু

নরসিংদী সদর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়া শিশুকে উদ্ধারে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 03:36 PM
Updated : 27 June 2022, 03:36 PM

সোমবার দুপুরে উপজেলার মাধবদীর গজারিয়ারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে মাধবদী থানার ওসি রকিবুজ্জামান জানান।

নিহতরা হলেন- গজারিয়ারচর গ্রামের মো. কাউছার মিয়ার ছেলে আনিছ (৯), উপজেলার উত্তর সাটিরপাড়া মহল্লার মো. নজরুল ইসলামের ছেলে রংমিস্ত্রি বায়েজিদ আহমেদ (২২) এবং বাসাইল মহল্লার মো. এরশাদ মিয়ার ছেলে স্যানিটারি মিস্ত্রি জাহিদ (২৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আনিছ বাড়ির পাশের রাস্তায় একটি খুন্তি (মাছ ভাজার কাজে ব্যবহৃত) হাতে নিয়ে খেলা করছিল। হঠাৎ সেটি হাত থেকে ছিটকে সেপটিক ট্যাংকে পড়ে যায়। খুন্তি তুলতে গিয়ে আনিছও ট্যাংকের মধ্যে পড়ে যায়।

তখন আশপাশের লোকজনের চিৎকারে পাশের বাড়িতে কর্মরত বায়েজিদ ও জাহিদ শিশুটিকে উদ্ধার করতে ট্যাংকের ভিতরে নামেন। কিন্তু তারা অচেতন হয়ে পড়েন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে তিনজনকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন। তখন দেখা যায়, বিষাক্ত গ্যাসের প্রতিক্রিয়ায় বায়েজিদ ও জাহিদ মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে আনিছও মারা যায়।

মাধবদী থানার ওসি রকিবুজ্জামান বলেন, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।