পিরোজপুরে চাচাশ্বশুরকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

পিরোজপুরে চাচাশ্বশুরকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 02:24 PM
Updated : 27 June 2022, 02:24 PM

তাছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে একই আদালত। জরিমানা না দিলে তার জন্য আরও ছয় মাসের কারাদণ্ডও ঘোষণা করেছে আদালত।

পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মুহিদুজ্জামান সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত বেল্লাল বেপারী (৩০) পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের মো. শাহাদাৎ বেপারীর ছেলে।

মামলার আরও পাঁচ আসামিকে খালাশ দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় বেল্লাল আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন মামলার নথির বরাতে জানান, ২০১৬ সালে বেল্লাল একই গ্রামের এক মেয়েকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেন। পরে মেয়েটি বাবার বাড়ি ফিরে আসেন। বেল্লাল তার লোকজন নিয়ে মেয়ের বাবার বাড়িতে ভাংচুর করে। এ নিয়ে সালিশ বসে। সালিশে উপস্থিত কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। এতে একই গ্রামের আব্দুর রহিম (৪৯) নিহত হন।

মামলার পর স্বরুপকাঠী থানার এসআই মোতাহার হোসেন আদালতে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

আইনজীবী আলাউদ্দিন বলেন, আদালত ২২ জনের সাক্ষ্য শেষে বেল্লালকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিল।