সিরাজগঞ্জে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একজনকে হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 12:56 PM
Updated : 27 June 2022, 12:56 PM

একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের জন্য আরও ছয় মাসের কারাদণ্ডও ঘোষণা করেছে আদালত।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, শাল গ্রামের সুরুত আলী, হায়দার আলী, আমজাদ হোসেন, আব্দুল মান্নান ও জামালপুরের সরিষাবাড়ির মনির হোসেন।

তাদের মধ্যে পাঁচজন রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ২৭ আসামিকে খালাস দিয়েছে আদালত।

আদালতের অতিরিক্ত পিপি ওয়াজ করোনী লকেট মামলার নথির বরাতে জানান, কাজিপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের জেলহক মণ্ডল ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে ১৯৯৬ সালের ১৭ মার্চ জেলহক নিহত হন।

পরে তার ছেলে আব্দুর রহিম হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আটজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের দোষী সাব্যস্ত করে এই সাজা দিল।