টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে গলা টিপে হত্যা: বিচার চেয়ে বিক্ষোভ

টাঙ্গাইলে সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের এক শিশুশিক্ষার্থীকে গলা টিপে হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন শহরবাসী।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 12:26 PM
Updated : 27 June 2022, 12:26 PM

সোমবার সকালে বিক্ষোভ দেখানোর পর স্কুলের শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি দিয়েছে।

গত ২০ জুন সন্ধ্যায় টাঙ্গাইল শহরের এই স্কুলের হোস্টেল থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে অজ্ঞান অবস্থায় শিক্ষকরা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পুলিশ দুই শিক্ষককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। সোমবার দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

এর আগে আরও সাত শিক্ষককে স্থানীয় র‍্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় ছেড়ে দেওয়া হয় বলে র‍্যাব ১২-এর স্কোয়াড কমান্ডার এরশাদুর রহমান সাংবাদিকদের জানান।

গত ২০ জুন শিশুটির মৃত্যুর পর তার পরিবার হত্যার অভিযোগ আনে।

শিশুর বাবা সোমবার সাংবাদিকদের বলেন, “আমার ছেলেকে তারা হত্যা করেছে। তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারা সেটা পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদনেও হত্যার বিষয়টি এসেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।”