যানবাহন নেই, শিমুলিয়া থেকে সরলো ২ ফেরি

পদ্মা সেতু চালুর পরিপ্রেক্ষিতে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথের আটটি ফেরির মধ্যে দুটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 08:33 AM
Updated : 27 June 2022, 08:33 AM

সোমবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাঝিরকান্দি ঘাটের ইনচার্জ এনাম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘাটে যানবাহনের চাপ না থাকায় সকালে দুটি ফেরি সরিয়ে দেওয়া হয়েছে।“

ফেরি দুটি হলো—সুফিয়া কামাল ও বেগম রোকেয়া।

এ ফেরি দুটি আরিচা ঘাটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এনাম।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়। এর প্রভাব পড়েছে ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাটে।

শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথের ঘাট এলাকা অনেকটাই যানবাহন শূন্য ও কোলাহলমুক্ত হয়ে যায়। যানবাহনের অভাবে রোববার ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

বিআইডব্লিউটিএ-এর শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন রোববার বলেছিলেন, ঘাট থেকে লঞ্চ-স্পিডবোট যথানিয়মে চলাচল করছে, তবে যাত্রীর সংখ্যা অনেকটাই কম। সীমিত আকারে স্পিডবোট ও লঞ্চ চলছে।

“যেখানে ১৫৫টি স্পিডবোট দিয়ে যাত্রী পার করে কুলানো যেত না সেখানে ১২টি স্পিডবোট, আর ৮৭টি লঞ্চের মধ্যে আটটি লঞ্চ শিমুলিয়া থেকে মাঝিরকান্দি ও বাংলাবাজারের উদ্দেশে ঘাট ছেড়েছে। এতেও কম যাত্রী নিয়েই পদ্মা পাড়ি দিয়েছে।”