শাল্লায় বন্যার্তদের ত্রাণ দিল অগ্রগামী ফাউন্ডেশন

সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে ব্যক্তি, সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2022, 06:38 PM
Updated : 26 June 2022, 06:38 PM

বৃহস্পতিবার শাল্লা উপজেলায় নানা ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছে বেসরকারি সংগঠন ‘অগ্রগামী কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’।

তারা বানভাসি অসহায় মানুষদের মাঝে খাদ্য, নিরাপদ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রাথমিক চিকিৎসা ও জরুরি ওষুধ দেন।

এ সময় ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. আহসান উল্লাহ বলেন, এই সংকটময় পরিস্থিতিতে বন্যা কবলিত অসহায় পরিবারগুলির কাছে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর।

ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের অর্থ বিষয়ক উপদেষ্টা শেখ আশাফুজ্জামান বলেন, “আমরা খুব শীঘ্রই সিলেটের হবিগঞ্জে ডাক্তার সাহিদ চক্ষু হাসপাতালে বানভাসি অসহায় মানুষের জন্য সার্বক্ষণিক বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি।”

ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিব বালা জানান, বাংলাদেশের অন্যান্য যেসব জেলায় বন্যার প্রকোপ বেড়েছে সকল জেলার বানভাসি অসহায় মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করবে অগ্রগামী ফাউন্ডেশন।