কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান রোববার এক অফিস আদেশে অস্ত্রের লাইসেন্স বাতিল করেন।
রোববার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সদর উপজেলার সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ জিআরপি ওসি হারুনর রশিদ মৃধা জানান।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে পুলিশ জানালেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, মৃত ব্যক্তির পরনে সাদা-কালো রঙের চেক লুঙ্গি ও নেভি ব্লু রঙের গেঞ্জি ছিল। ওই ব্যক্তি সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।