খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যায় ‘প্ররোচনা’, প্রেমিকা গ্রেপ্তার

খুলনার নর্দান ইউনিভার্সিটির ছাত্র প্রমিজ নাগকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার কথিত প্রেমিকা সুরাইয়া ইসলাম মিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2022, 03:54 AM
Updated : 25 June 2022, 04:15 AM

শুক্রবার নড়াইল জেলার মাসুমদিয়া এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে মিমকে গ্রেপ্তার করা হয় বলে সোনাডাঙ্গা থানা পুলিশের এসআই হরসিৎ মণ্ডল জানান।  

গ্রেপ্তার মিম (২২) নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের মো. আবুল কালাম আজাদের মেয়ে। আর প্রমিজ (২৪) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের জোতিন্ময় নাগের ছেলে।

এসআই বলেন, “প্রমিজ ও মিম খুলনার নর্দান ইউনির্ভাসিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী। একই বিভাগে পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার খুলনার সিটি ইন হোটেলের পেছনের একটি বাড়ি থেকে প্রমিজের লাশ উদ্ধার করে পুলিশ।

“পরদিন প্রমিজের ভাই প্রীতিশ কুমার নাগ বাদী হয়ে মিমের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সোনাডাঙ্গা থানায় মামলা করেন।”

প্রমিজের লাশ উদ্ধারের সময় তার পরনের পোশাকের পকেট থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানালেও তাতে কি লেখা আছে তা জানা জায়নি।

প্রমিজ মারা যাওয়ার পর মিম খুলনা থেকে পালিয়ে নড়াইলে আত্মগোপনে ছিলেন বলে হরসিৎ জানান।