কুড়িগ্রামে ‘কিল-ঘুষিতে’ প্রতিবেশী নিহত, গ্রেপ্তার ২

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমির বিরোধের জেরে ‘কিল-ঘুষিতে’ এক ব্যক্তির মৃত্যুর পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2022, 05:58 PM
Updated : 24 June 2022, 05:58 PM

শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে নাগেশ্বরী থানার পরিদর্শক তামবীরুল ইসলাম জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গাবের তল তেলিপাড়া গ্রামের আসাদুল ইসলাম (৪৩) ও তার ছেলে আল আমিন (২১)।

মামলার পর তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

নিহত মজির উল্লাহ (৬২) গ্রেপ্তারকৃতদের প্রতিবেশী।

মামলার নথি অনুযায়ী, আসাদুল্লার সঙ্গে তার প্রতিবেশী মজির উল্লাহর মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার বিকালে বাগবিতণ্ডার একপর্যায়ে মজির উল্লাহকে কিল-ঘুষি মারা হয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে আহসান হাবিব বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

পরিদর্শক তামবীরুল বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আর গ্রেপ্তার করা হয় আসাদুল ও আল-আমিনকে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।