“আপনাদের চেষ্টা যদি সমভাবে না থাকে আমাদের একক চেষ্টায়, আইনশৃঙ্খলা বাহিনীর একক চেষ্টায় এটা হবে না।”
শিয়ালদহ নদীতে শুক্রবার দুপুরে তারা ডুবে যায় বলে উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান আনছারী জানান।
নিহত ইরশেদা (১১) উপজেলার বলিদাপাড়া গ্রামের খুদু আকন্দের মেয়ে। স্থানীয় কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সে।
নিখোঁজ হয়েছে একই গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে শায়লা (১২)। শায়লা একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
চেয়ারম্যান পরিবারের বরাতে বলেন, বলিদাপাড়া গ্রামের ১০-১৫ জন শিশু দুপুরে শিয়ালদহ নদীতে গোসল করতে নামে। নদীতে স্রোত আছে। সেই স্রোতে ইরশেদা ও শায়লা নিখোঁজ হয়।
খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ইরশেদার মৃতদেহ উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে শায়লা। ফায়ার সার্ভিসের ডুবুরিা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান চেয়ারম্যান।