পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিতে সাইকেলে ২২১ কিলোমিটার পাড়ি

বরগুনা থেকে সাইকেলে চালিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শামিল হতে রওনা হয়েছে দুই এসএসসি পরীক্ষার্থী; তাদের পাড়ি দিতে হবে ২২১ কিলোমিটার পথ।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2022, 12:57 PM
Updated : 24 June 2022, 12:57 PM

এই দুই সাইক্লিস্ট হলেন বরগুনা সাইক্লিং কমিউনিটির (বিসিসি) আবিদ হাসান ও রায়হান খান। এই দুই বন্ধু এবার বরগুনা জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষাতে বসবে।

আবিদ ও রায়হান শুক্রবার সকাল ৮টায় বরগুনা সার্কিট হাউজ থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে।

‘স্বপ্নের পদ্মা সেতু আমাদের অহংকার’ মন্তব্য করে যাত্রা শুরুর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবিদ হাসান বলেন, “উদ্বোধনী অনুষ্ঠানে অনেকেই বাস, লঞ্চ বা বিভিন্ন মাধ্যমে গিয়ে যুক্ত হবে। কিন্তু আমরা সাইকেল চালিয়ে ২২১ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই।“

রায়হান খান বলেন, “এ রাইডটি আমাদের জন্য চ্যালেঞ্জের। এর আগে কখনও একদিনে ২২১ কিলোমিটার রাইড দেওয়া হয়নি। পদ্মা সেতুর উদ্বোধনে আমরা দিনটিকে উপভোগ করতে রাইডটিতে অংশ নিচ্ছি।“
বিসিসির অ্যাডমিন ও সহসভাপতি এহসান আহমাদ নোমান বলেন, “পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগসূত্র স্থাপন হবে। উদ্বোধনের মাহেন্দ্রক্ষণকে স্মরণ করে রাখতে বিসিসির দুজন সাইক্লিস্ট সাইকেল চালিয়ে পদ্মা সেতু উদ্বোধনে অংশ নিতে যাচ্ছে।“

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, “বরগুনা সদর উপজেলা থেকে দুজন শিক্ষার্থী দীর্ঘ ২২১ কিলোমিটার সাইকেল চালিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে এটি আমাদের জন্য গর্বের বিষয়।“

বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ জানান, ওই শিক্ষার্থী ছাড়াও সড়ক পথে গাড়ির ওপর নৌকা বসিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চার পৌর নাগরিক বৃহস্পতিবার বিকেলে বরগুনা সদর থেকে যাত্রা শুরু করছেন।“

“আমি ব্যক্তিগতভাবে তাদের সহায়তা ও খোঁজ-খবর নিয়েছি”, জানান এই মেয়র।