মানিকগঞ্জে ৪৭ কেজির বাঘাইড় বিক্রি ৫৬ হাজারে

মানিকগঞ্জের পদ্মা নদীতে ৪৭ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়ার পর ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2022, 06:33 AM
Updated : 24 June 2022, 07:28 AM
শুক্রবার সকালে হরিরামপুরের উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা এলাকার বাসিন্দা মৎস্য ব্যবসায়ী পঁচা হালদার ও তাপস হালদার মাছটি বিক্রির জন্য ঝিটকা বাজার নিয়ে আসেন।

ঝিটকা বাজার ব্যবসায়ী সভাপতি বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন পর এতো বড় মাছ উঠেছে; মাছটির ওজন ৪৭ কেজি। একক ক্রেতা না থাকায় পরে মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে ৫৬ হাজার চারশ টাকায় বিক্রি করেন।

বৃহস্পতিবার রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্টে স্থানীয় জেলেদের জালে বাঘাইড়টি ধরা পড়ে বলে জানান তিনি। 

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ঝিটকা বাজারে ৪৭ কেজির বাঘাইড় বিক্রি হয়েছে বলে তিনি শুনেছেন। মাছের প্রজননের স্থান হরিরামপুরের পদ্মায় বোয়াল, কাতল, চিতল ও আইড়সহ অনেক বড় মাছ ধরা পড়ছে।