কুমিল্লায় ’টাকার বিরোধে ছোট ভাই’ খুন

কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় ’টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে’ ছোট ভাই খুন হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2022, 03:13 PM
Updated : 23 June 2022, 03:13 PM

পৌরসভার উত্তর ভিংলাবাড়ি গ্রামে বৃহস্পতিবার দুপুরে তাকে হত্যা করা হয় বলে দেবিদ্বার থানার ওসি কমলকৃষ্ণ ধর জানান।

নিহত জাহাঙ্গীর আলম (৩২) ওই গ্রামের আবুল হাশেম ব্যাপারির ছেলে। পাশের মুরাদনগরে একটি এনজিওতে চাকরি করতেন তিনি।

ওসি কমল স্থানীয়দের বরাতে বলেন, আবুল হাশেম কোম্পানীগঞ্জ বাজারে পেঁয়াজের ব্যবসা করতেন। জীবিত থাকা অবস্থায় বাজারের ব্যবসায়ী আবদুর রহিমের কাছে সাড়ে ৫ লাখ টাকা পেতেন তিনি। প্রায় আট মাস আগে আবুল হাশেম মৃত্যুর আগে সেই টাকা দুই ছেলের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য আবদুর রহিমকে বলে যান। সম্প্রতি বড় ছেলে আলমগীর ৫০ হাজার টাকা নিয়ে আসেন। খবর পেয়ে আলমগীরের কাছে ২০ হাজার টাকা দিতে চান জাহাঙ্গীর। তাই নিয়ে দুই দিন ধরে বাগবিতণ্ডা চলছিল।

“বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে বিতণ্ডার একপর্যায়ে আলমগীর ছুরি দিয়ে জাহাঙ্গীরকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি কমল বলেন, হত্যাকাণ্ডটি সামনে ঘটেছে। আলমগীর হোসেন পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।