বাড়ির সামনে রশি থেকে কাপড় নেওয়ার সময় মালেকা বিদ্যুৎস্পৃষ্ট হন; তাকে বাঁচাতে এগিয়ে এসে মা ও ভাই বিদ্যুৎস্পৃষ্ট হন।
বৃহস্পতিবার দুপুরে সাজিদ মণ্ডল নামে এই শিশুর মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ শিকদার জানান।
সাজিদ উপজেলার বেরুলী গ্রামের শাকিল মণ্ডলের ছেলে।
চিকিৎসক সৌরভ পরিবারের বরাতে বলেন, বেলা ১২টার দিকে শিশুটি খেলাধুলা করতে করতে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বাড়ির পাশে পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যরা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।