বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিলেন বগুড়ার ডিসি

বগুড়ার ধুনটের বন্যা কবলিত এলাকায় নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রসাশক মো. জিয়াউল হক। 

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2022, 02:24 PM
Updated : 23 June 2022, 02:24 PM

বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী, শিমুলবাড়ী, বানিয়াজান, কৈয়াগাড়ী গ্রামে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

জেলা প্রশাসন থেকে জানা যায়, পাঁচ শত পরিবারের নারী, শিশু ও পুরষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে রয়েছে শিশু খাদ্য, চাল, ডাল, তেল, মোমবাতি, স্যালাইন, গ্যাস লাইটার, চিড়া ও গুড।

ত্রাণ বিতরণকালে জেলা প্রসাশক জিয়াউল হক বন্যার্তদের উদ্দেশে বলেন, প্রচুর ত্রাণ সামগ্রী সরকারের কাছে রয়েছে। হতাশ হবেন না। আপনাদেরকে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। যখন প্রয়োজন তখনই ত্রাণ দেওয়া হবে।

“মাঠে বন্যা পরিস্থিতি মনিটরিং করতে কাজ করে যাচ্ছে আমাদের লোক। ত্রাণের জন্য কোথাও যেতে হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্ত, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশা, থানার ওসি কৃপা সিন্ধু বালা, স্থানীয় চেয়ারম্যান বেলাল হোসেন বাবু প্রমুখ।

বন্যার্তদের পানিতে দাঁড়িয়ে ত্রাণ নিতে দেখা গেছে।