এবার বরিশালের তিন নবজাতক স্বপ্ন, পদ্মা ও সেতু

নারায়ণগঞ্জের পর বরিশালেও একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতকের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। তবে নারায়ণগঞ্জে একজন ছেলে ও দুইজন মেয়ে হলেও বরিশালে তিনজনই মেয়ে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2022, 11:36 AM
Updated : 23 June 2022, 11:36 AM

বৃহস্পতিবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই তিন শিশুর জন্ম হয়। জন্মের দুঘণ্টা পর তাদের নামকরণ করেন শিশুদের বাবা বাবু সিকদার।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রোববার একসঙ্গে জন্ম নেওয়া তিন শিশুর নাম স্বপ্ন, পদ্মা ও সেতু রাখা হয়। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য উপহার পাঠান।

বাবু সিকদার বলেন, “একদিন পরই পদ্মা সেতুর উদ্বোধন। এর আগে আমার ঘর আলো করে একসঙ্গে তিন সন্তান এসেছে। সেতু উদ্বোধনের সময়ে জন্ম হওয়ায় তাদের এই নামকরণ করা হয়েছে।”

এদিকে মা ও শিশুরা ভালো আছেন বলে জানান ক্লিনিকের চিকিৎসক মুন্সী মুবিনুল।

তিনি বলেন, সদ্য ভূমিষ্ট শিশুদের মধ্যে দুজনের ওজন দেড় কেজি করে এবং একজনের এক কেজি ৪০০ গ্রাম। মা ও তার তিন সন্তান যথাসময়ে বাড়ি ফিরতে পারবেন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদল পাড়া এলাকার বাসিন্দা সুলতান সিকদারের ছেলে বাবু সিকদারের সঙ্গে দেড় বছর আগে নুরুন্নাহারের বিয়ে হয়।

একসঙ্গে তিন শিশু জন্ম নেওয়ায় খুশি পরিবারের সদস্য ও স্বজনরা।

আরও পড়ুন