টেকনাফ সীমান্তে ক্রিস্টাল মেথসহ ‘পাচারকারী’ আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ক্রিস্টাল মেথসহ একজনকে আটক করা হয়েছে; যাকে পাচারকারী বলছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2022, 11:03 AM
Updated : 23 June 2022, 11:03 AM

উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর নাফ নদী সীমান্ত থেকে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান।

আটক মো. হাবিবুল্লাহ (৩৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের ইসলাম মিয়ার ছেলে।

শেখ খালিদ বলেন, নাফ নদীতে নজরদারি চালানোর সময় এক ব্যক্তি নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে আসতে দেখা যায়।

"সন্দেহজনক হওয়ায় সদস্যরা তাকে ঘিরে রাখে। পরে তল্লাশি চালিয়ে এক কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়। এর আনুমানিক মূল্য পাঁচ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা।”

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।