স্কুলছাত্রীর মা বলেন, স্বাস্থ্য পরীক্ষায় মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহনের একটি বাসে এই স্বর্ণ পাওয়া যায়।
“সেখানে একটি সিটের নিচে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ৭৬৬ গ্রাম এবং বাজার মূল্য ৬৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।”
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই যাত্রী পালিয়ে যায়; তাকে আটকের জন্য অভিযান চলছে বলে কর্নেল শাহেদ জানান।
উদ্ধার করা স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এই বিজিবি কর্মকর্তা।