সিরাজগঞ্জে কমছে যমুনার জল, ৪১ হাজার মানুষ এখনও পানিবন্দি

যমুনা নদীর পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে অভ্যন্তরীণ নদনদীর পানি এখনও বাড়ছে। পানিবন্দি রয়েছে ৪১ হাজার মানুষ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2022, 07:49 AM
Updated : 23 June 2022, 07:49 AM

এছাড়া পানির স্রোতে জেলার চৌহালী ও শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ভাঙনরোধে কাজ করছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৮ সেন্টিমিটার কমে শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়াও কাজিপুর পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে ৫৬ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে।

এদিকে পানিবন্দি লোকজন উঁচু স্থান ও বাঁধের ওপর আশ্রয় নিতে শুরু করেছে। পানি ওঠার কারণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট এবং স্যানিটেশনসহ নানা সমস্যা দেখা দিয়েছে। সদরের বিয়ারা এলাকায় মাটির রাস্তা ভেঙে যাওয়ায় দুই শতাধিক পরিবারের মানুষ নৌকায় চলাচল করছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকরাজ্জামান জানান, বন্যায় জেলার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ৩৮টি ইউনিয়নের প্রায় সাড়ে ৮ হাজার পরিবারের ৪১ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় ১৮৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে বন্যা আক্রান্ত এ পাঁচ উপজেলার নিম্নাঞ্চলের ৬ হাজার ৯২ হেক্টর জমির আউশ ধান, পাট, বাদাম, তিল, কাউন, ধুইনচ্যা সহ উঠতি ফসল পানিতে তলিয়ে গেছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবুল চন্দ্র সূত্রধর জানিয়েছেন।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফীউল্লাহ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মণ্ডল জানান, বন্যার কারণে জেলার নদী তীরবর্তী ও নিচু এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক মিলে ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।