ওসমানীতে ৬ দিন পর ফ্লাইট চলাচল শুরু

বন্যার কারণে ছয় দিন বন্ধ থাকার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2022, 07:13 AM
Updated : 23 June 2022, 07:38 AM

বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছে।

এছাড়া সকাল থেকে অভ্যন্তরীণ বিমানগুলো আসা-যাওয়া করছে বলে জানান তিনি।

গত ১৭ জুন রানওয়েতে বন্যার পানি ওঠায় এই বিমান বন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রথমে তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে বন্দর কর্তৃপক্ষ।

রোববার থেকে রানওয়ের পানি নামতে শুরু করে। সোমবার প্রায় পুরোটাই নেমে যায়। তবে অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় বুধবারও উড়োজাহাজ পরিচালনা সম্ভব হয়নি বলে জানান ব্যবস্থাপক হাফিজ।

২০ জুন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান বিমানবন্দর পরিদর্শন করেন।

তারা পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব উড়োজাহাজ চলাচল শুরুর কথা বলেন সে সময়।