কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2022, 03:47 AM
Updated : 23 June 2022, 04:07 AM

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার ১৭ নম্বর ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোহাম্মদ শাহ (৪০) ওই ক্যাম্পের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের’ গুলিতে নিজের ঘরের সামনেই আহত হন মোহাম্মদ শাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যায়।

“শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত এপিবিএন পুলিশ সুপার নাইমুল হকসহ সংশ্লিষ্টদের কারও বক্তব্য পাওয়া যায়নি।