দিনাজপুরে পৃথক ধর্ষণ মামলায় ২ জন গ্রেপ্তার
দিনাজপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 05:40 PM BdST Updated: 22 Jun 2022 05:41 PM BdST
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রতিবন্ধী কিশোরী ও এক গৃহবধূকে ধর্ষণের পৃথক মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঘোড়াঘাট থানার পরিদর্শক মমিনুল ইসলাম জানান।
গ্রেপ্তারকৃতদের নাম ফুল মিয়া (৫৭) ও গোলবাহার শেখ (৫৮) বলে জানালেও তাদের পরিচয় বলতে পারেনি পুলিশ।
পরিদর্শক মমিনুল মামলার নথির বরাতে বলেন, মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুরে ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ফুল মিয়া ধর্ষণ করে। কিশোরীর বাবা রাতেই থানায় মামলা করে। মামলার পরপরই ফুল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আর গোলবাহারকে গ্রেপ্তার করা হয় গত ৯ মে দায়ের করা এক মামলায়।
পরিদর্শক বলেন, গত মার্চে উপজেলার সাতপাড়া গ্রামের এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হন। গৃহবধূ ৯ মে দিনাজপুরের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার পর গোলবাহার পালিয়ে যান। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
-
‘এটা টোলের রশিদ না, দক্ষিণ বাংলার মানুষের আবেগ’
-
ধলেশ্বরী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
-
সুনামগঞ্জে বন্যার্তদের পাশে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়
-
‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
-
পদ্মা সেতু: ঢাকা থেকে সাড়ে ৫ ঘণ্টায় পটুয়াখালী
-
গাড়ির অভাবে চলেনি শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি: বিআইডব্লিউটিএ
-
শাল্লায় বন্যার্তদের ত্রাণ দিল অগ্রগামী ফাউন্ডেশন
-
ঝালকাঠিতে মা-বাবার সামনে নদীতে পড়ে শিশু নিখোঁজ
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’