ধুনটের ওই ছাত্রলীগ নেতা আরেক স্কুলছাত্রীকে অপহরণের মামলারও আসামি।
সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
তাছাড়া আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে আরও এক বছরের সাজা ভোগ করতে হবে তাদের।
দণ্ডিতরা হলেন জেলার উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর মধ্যপাড়ার জিতু প্রামাণিকের ছেলে বাসচালক লিটন হোসেন ও শিবপুরের সাইফুল ইসলামের ছেলে একই বাসের সুপারভাইজার সোহাগ আলী।
আদালতের পিপি আব্দুর রহমান মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ২৯ অগাস্ট র্যাব ১২-এর একটি দল নাটোর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৮৫৬ গ্রাম হেরোইন পায়।
মাদক রাখার অভিযোগে মামলা করে লিটন ও সোহাগকে থানায় দেয় র্যাব। সলঙ্গা থানার পুলিশ উভয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
পিপি বলেন, বিচার শেষে উভয় আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা দিল।