পিরোজপুরে শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

পিরোজপুরে শিশু হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2022, 12:41 PM
Updated : 21 June 2022, 12:41 PM

পিরোজপুরের জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম আসামির উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তার জন্য আরও ছয় মাসের কারাদণ্ডও ঘোষণা করেছে আদালত।

দণ্ডিত শওকত আলী খান (৫২) সদর উপজেলার ডোরা গ্রামের আশরাফ আলী খানের ছেলে।

আদালতের এপিপি জহিরুল ইসলাম মামলার নথির বরাতে জানান, সদর উপজেলার পোরগোলা এলাকার ১১ বছর বয়সী একটি ছেলে শওকত আলীর পরকীয়া প্রেমের সম্পর্কের কথা জানতে পারে। এর জেনে ২০০৩ সালের ২৩ মার্চ ছেলেটি খুন হয়।

ঘটনার পর শওকত আলীর বিরুদ্ধে থানায় মামলা হয়। পিরোজপুর থানার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান ২০০৬ সালের ২৮ মে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিচার শেষে শওকতকে দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা দিল।

মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন দেলওয়ার হোসেন।