ত্রাণ নিতে হুড়োহুড়িতে আহত, হাসপাতালে মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে দেওয়া ত্রাণ সামগ্রী নেওয়ার সময় হুড়োহুড়িতে আহত এক ব্যক্তি মারা গেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2022, 08:58 AM
Updated : 21 June 2022, 09:05 AM

মঙ্গলবার সকাল ৯টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে বিপ্লব মিয়া (৪৫) নামের এই ব্যক্তি মারা যান।

তিনি তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

সোমবার বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে দেওয়া ত্রাণ সামগ্রী নিতে গিয়ে হুড়োহুড়িতে তিনি আহত হন।

উজান তাহিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি বলেন, সোমবার দুপুরে তাহিরপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিমান বাহিনী হেলিকপ্টার থেকে বন্যার্তদের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছিল।

“ত্রাণ সামগ্রী নিতে গিয়ে হুড়োহুড়িতে বিপ্লব মিয়াসহ ছয় জন গুরুতর আহত হন। ওইদিন বিকালে বিপ্লবকে সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তিনি সেখানে মারা যান।”

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ সরদার বলেন, “ত্রাণ নিতে গিয়ে আহত ব্যক্তি মারা গেছেন বলে তার স্বজনরা আমাদের জানিয়েছেন।”