কুড়িগ্রামে খেয়ে-না-খেয়ে দিন কাটছে বানভাসিদের
আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 09:18 PM BdST Updated: 20 Jun 2022 11:19 PM BdST
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, খেয়ে-না-খেয়ে দিন কাটছে বানভাসিদের।
ইতোমধ্যেই জেলায় পানিবন্দি হয়েছে লক্ষাধিক মানুষ, হু-হু করে বাড়ছে ব্রহ্মপুত্র আর ধরলা নদীর পানি। তার ওপর নদীতে ভেঙে যাচ্ছে বাড়িঘর।
জেলার উলিপুর উপজেলার হাতিয়া গ্রামের রাহিলা বেগম বলেন, “দুপুর পার হয়া বিকেল হইল। এলাও প্যাটত কিছু যায়নি। সকালে ভোকতে নানি-নাতনি কান্দন করায়। এক মুট আটা ছিল। তাই দিয়া চিতই ভাজি দিছি। সেই চিতই খায়া বিকেল পর্যন্ত আছে। বেটি-জামাই-নানি-নাতনি মোর এটাই থাকে।

ওই গ্রামের ৩০টি পরিবারের সবার অবস্থা এমনই।

নদ-নদীর পানি বাড়ছে ততই প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ততই বাড়ছে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ।

সব মিলিয়ে মানবেতর জীবন যাপন করছেন বানভাসিরা।
বন্যা নিয়ন্ত্রণ রুমের দায়িত্বপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, জেলার ৪৯টি ইউনিয়নের ২৮৪টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২৭হাজার ১৯৭টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব পরিবারের সদস্যসংখ্যা এক লাখ আট হাজার ৭৮৮ জন। জেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, সাতটি মাদ্রাসা ও একটি কলেজে পাঠদান বন্ধ রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এ পর্যন্ত ১১৬৩ চাষির ১২৫৭টি খামার ভেসে গেছে। এতে তাদের ১৭৮ কোটি ৬২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
এর ওপর আছে নদীভাঙনের আতঙ্ক।

পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দল্লাহ আল মামুন।

সোমবার দুপুরে সরেজমিন দেখা গেছে, সদর উপজেলার ধরলা নদীপরিবেষ্টিত হলোখানা, ভোগডাঙ্গা, কুড়িগ্রাম পৌরসভা, পাঁচগাছী ও মোগলবাসা ইউনিয়নের নদী-তীরবর্তী কমপক্ষে ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।

বন্যায় খাবার সংকট মোকাবিলায় জেলায় এখন পর্যন্ত ৩৩৮ মেট্রিকটন চাল, সাড়ে ১৬ লাখ টাকা ও এক হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে কুড়িগ্রামের ডিসি মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।

তিনি জানান, চিকিৎসা কর্মকর্তার নেতৃত্বে ৮৫টি দল গঠন করা হয়েছে। এছাড়া নয় উপজেলায় নয়টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। তারা বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, কলেরা স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন।
-
ফেনীতে স্কুলশিশুকে ধর্ষণ-হত্যায় গ্রেপ্তার যুবক ‘পর্ন আসক্ত’
-
‘এটা টোলের রশিদ না, দক্ষিণ বাংলার মানুষের আবেগ’
-
ধলেশ্বরী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
-
সুনামগঞ্জে বন্যার্তদের পাশে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়
-
‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
-
পদ্মা সেতু: ঢাকা থেকে সাড়ে ৫ ঘণ্টায় পটুয়াখালী
-
গাড়ির অভাবে চলেনি শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি: বিআইডব্লিউটিএ
-
শাল্লায় বন্যার্তদের ত্রাণ দিল অগ্রগামী ফাউন্ডেশন
-
ফেনীতে স্কুলশিশুকে ধর্ষণ-হত্যায় গ্রেপ্তার যুবক ‘পর্ন আসক্ত’
-
ধলেশ্বরী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
-
সুনামগঞ্জে বন্যার্তদের পাশে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়
-
শাল্লায় বন্যার্তদের ত্রাণ দিল অগ্রগামী ফাউন্ডেশন
-
‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
-
‘এটা টোলের রশিদ না, দক্ষিণ বাংলার মানুষের আবেগ’
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’