সাত বন্ধু সাভারের আবাসিক প্রকল্প জাহাঙ্গীরনগর সোসাইটি সংলগ্ন বিলে একটি ছোট নৌকায় করে ঘুরতে যান। এক পর্যায়ে নৌকা ডুবে হৃদয় মাহমুদ নিখোঁজ হন।
রোববার ভোরে উপজেলার গোদার বাজার এলাকায় জেলে মোনতাজ হালদারের জালে ২২ কেজি ওজনের মাছটি ধরা পড়ে বলে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জানান।
জেলে মোনতাজ হালদারের বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ফকিরপাড়ায়।
“ভোর ৫টার দিকে জাল তুলতেই বুঝতে পারি, বড় মাছ পড়েছে। দেখি পাঙ্গাশ মাছ। পরে মাছটি দৌলতদিয়া আড়তে ওজন দিয়ে দেখি ২২ কেজি।”
রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে একজনের জালে ধরা পড়ে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাশ।পরে মাছটি ২৯ হাজার টাকায় বিক্রি হয়।
মৎস্য ব্যবসায়ী লালচাঁদ খান বলেন, মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করা হচ্ছে। কেজিপ্রতি ১০০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দেব।
রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে একজনের জালে ধরা পড়ে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাশ।পরে মাছটি ২৯ হাজার টাকায় বিক্রি হয়।