পাবনায় সাপের ছোবলে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

পাবনার বেড়া উপজেলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে সাপে কাটার পর দুই ‘কবিরাজের’ কাছে ঘুরিয়ে হাসপাতালে নিয়েছিলেন স্বজনরা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2022, 06:26 AM
Updated : 19 June 2022, 06:35 AM

আকলিমা খাতুন নামের ২৩ বছর বয়সী ওই তরুণী উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের শাহানুর প্রামানিকের স্ত্রী। শনিবার বিকাল ৫টার দিকে বাড়ির গোয়ালে তাকে সাপে কাটে।

স্বজনদের বরাত দিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল হামিদ জানান, আকলিমার চার বছর বয়সী একটি মেয়ে আছে। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

“আকলিমা বাড়ির গোয়ালে গরুকে খাবার দিতে গিয়েছিলেন। সে সময় সাপ তার পায়ে ছোবল দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন এসে প্রথমে তার পা বেঁধে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যায়।”

“সেখানে ঝাড়ফুঁক করার পর সন্ধ্যার দিকে বেড়া সওদাগরপাড়ায় আরেক সাপুড়ের কাছে নিয়ে যায় তারা। সেখানেও ঝাড়ফুঁক চলে, তার মধ্যে রোগী মারা যায়।”

পরিবারের লোকজন রাত সাড়ে ৯টার দিকে আকলিমাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক রেজাউল হামিদ বলেন, “রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। আমাদের কিছু করার ছিল না।”