দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুইজন আর গোপালগঞ্জ সদর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিময়মনসিংহ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2022, 05:20 PM
Updated : 18 June 2022, 05:21 PM

নিহতরা হলেন ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল গ্রামের আব্দুল কাদের (৭৫), খলিল মিয়া (৪০) ও গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামে হাফিজ মোল্লা (৩৮)।

শনিবার দুপুরে সকালে ও দুপুরে তারা মারা যান বলে পুলিশ জানিয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ স্থানীয়ের বরাতে বলেন, গাংবড়াইল গ্রামে আব্দুল কাদেরের বাড়িতে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়েছিল। দুপুরের দিকে কাদের স্থানীয় মিস্ত্রি খলিল মিয়াকে নিয়ে তার জোড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় খলিল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। কাদের তাকে বাঁচাতে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

তাছাড়া আহত হন খলিল মিয়া। তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন সকালে মারা যান গোপালগঞ্জের হাফিজ মোল্লা (৩৮)।

গোপালগঞ্জ থানার এসআই আহাদুজ্জামান জানান, হাফিজের সেচ মেশিনের ঘরে বৃষ্টির পানি ঢুকেছে। হাফিজ সকাল ৮টার দিকে সেখান থেকে মেশিন সরিয়ে নিচ্ছিলেন। সে সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।