ট্রলারের সব যাত্রীরা সাঁতরে তীরে উঠেছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাত দেড়টার দিকে সদর উপজেলার দালাল বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দালাল বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান।
নিহত মো. আলম (১৮) দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. ইউসুফের ছেলে।
স্থানীয়দের বরাতে শাহজাহান জানান, রাজু স্টোর নামের একটি কনফেকশনারি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। সেসময় দোকানের পাশ দিয়ে যাওয়ার পথে আগুন দেখে অটোরিকশা থামান আলম। এরপর দোকানের শাটার খুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
লোকজন উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে।