ট্রলারের সব যাত্রীরা সাঁতরে তীরে উঠেছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
শনিবার সকাল ৮টায় উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রশিদ জানান।
মৃত পিকআপ ভ্যান চালক আলামিনের (৩০) বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকায়।
ওসি বলেন, চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স নামের একটি বাসের সঙ্গে চাঁদপুরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত চালকের দুই সহকারীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর চালকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।