অনভিজ্ঞ ঠিকাদারকে কাজ দেওয়ার পাশাপাশি প্রকৌশলীর গাফিলতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন।
শুক্রবার সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা এলাকায় লৌহজং নদীর ওপর নির্মাণাধীন সেতুটির মাঝখানে প্রায় তিন ফুট দেবে গেছে। পুরো স্থাপনাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় এখনও দাঁড়িয়ে আছে।
বৃহস্পতিবার রাতে সেতুটি দেবে যায় বলে এলাকাবাসীর ধারণা।
পৌরসভার প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী জানান, টাঙ্গাইল পৌরসভা সেতুটি তৈরি করছে। আট মিটার প্রস্থ ও ৩০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা। ২০২০ সালের ১২ নভেম্বর ব্রিকস অ্যান্ড ব্রিজ লিমিটেড ও দি নির্মিতি নামে দুটি ঠিকাদার প্রতিষ্ঠান যৌথভাবে সেতুটির নির্মাণকাজ শুরু করে। শেষ হওয়ার কথা ছিল গত ১১ মে।
মাস খানেক আগে সেতুটির ওপরে ঢালাইয়ের কাজ শেষ হয়।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান অভিযোগ করেন, “কয়েকজন মিলে প্রভাব খাটিয়ে কাজটি করছিল। তাদের কোনো অভিজ্ঞতা নেই।”
টাঙ্গাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল ইসলাম আজাদ অব্যবস্থাপনার অভিযোগ তুলে এর বিচার দাবি করেছেন।
প্রকৌশলী শিব্বির আহমেদ বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। তারা একটি তদন্ত কমিটি গঠন করবেন বলে তিনি জানান।