ভারি বৃষ্টি আর উজানের ঢলে ডুবেছে সুনামগঞ্জ। জেলা শহরে সড়কে চলছে নৌকা, সড়ক যোগাযোগ হয়ে পড়েছে বিচ্ছিন্ন।
Published : 17 Jun 2022, 12:56 AM
ভারতের মেঘালয়-আসামে প্রবল বৃষ্টিপাতের মধ্যে উজান থেকে নেমে আসা পানিতে ভাটির জনপদ সুনামগঞ্জের জেলা শহর বৃহস্পতিবার ডুবে যায়।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৌর শহরের সব রাস্তাঘাট ও বাড়িঘরে পানি প্রবেশ করেছে। মানুষ উঁচু এলাকা খুঁজে খুঁজে আশ্রয় নিচ্ছে। এক ভয়াবহ দুর্যোগে পড়েছে জেলা শহরের বাসিন্দারা।”
সুনামগঞ্জ পৌর শহরের একতলা বিশিষ্ট সব বাড়ি এখন প্লাবিত। শহরের প্রতিটি গলিতে এখন নৌকা চলছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “বন্যা পরিস্থতি ভয়াবহ রূপ নিয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে বানভাসি মানুষদের সহায়তা করে যাচ্ছি।”
সন্ধ্যা থেকে অঝোর বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে, যাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা প্রকাশ করা হচ্ছে।
সন্ধ্যায় সুনামগঞ্জে সুরমার পানি বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, মেঘালয়ে প্রায় সাড়ে ছয়শ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগামী ৭২ ঘণ্টায় সুরমায় পানি বাড়তে পারে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।
আরও খবর