ঘণ্টায় দেড় সেন্টিমিটার ফুলছে যমুনা, বন্যার আশঙ্কা

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে প্রতি ঘণ্টায় দেড় সেন্টিমিটার করে বাড়ছে; এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2022, 12:43 PM
Updated : 16 June 2022, 12:43 PM

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিরাজগঞ্জের পানি পরিমাপক হাসানুর রহমান বলেন, “বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নয় ঘণ্টায় যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়েছে। এখনও শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

“যেভাবে পানি বাড়ছে তাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ফলে নদীর তীরবর্তী এলাকায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।”

পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, “পানি বাড়ার ফলে কাজিপুর, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় ভাঙনরোধে জিওব্যাগ ফেলা হচ্ছে। আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।” 

স্থানীয়রা জানিয়েছেন, যমুনায় পানি বাড়ার ফলে জেলার অন্যান্য নদ-নদীতেও পানি বাড়ছে। এতে যমুনার চর, নিম্নাঞ্চল এবং চলনবিল এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে আবাদি জমির ফসল।

পাশাপাশি নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা। বন্যার আতঙ্কে ভুগছেন চর ও নিচু এলাকার মানুষজন।