শেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

শেরপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2022, 12:38 PM
Updated : 15 June 2022, 12:38 PM

শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

তাছাড়া আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তার জন্য আরও ছয় মাসের কারাদণ্ডও ঘোষণা করেছে একই আদালত।

সাজাপ্রাপ্ত মো. রাহিদুল খান ওরফে আহিদুল (৩৩) সদর উপজেলার চরখারচর মধ্যপাড়া এলাকার মো. আব্দুল খালেক খাঁর ছেলে।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

আদালতের পিপি চন্দনকুমার পাল মামলার নথির বরাতে জানান, ২০১৬ সালের ৯ মে পুলিশ অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইনসহ আহিদুলকে হাতেনাতে আটক করে। সে সময় মনসুর খাঁ ও ওসমান আলী নামে তার দুই সহযোগী পালিয়ে যান।

ওই দিনই এপিবিএনের এসআই খ ম হাফিজুর রহমান সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছর ৩০ জুন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন সদর থানার তৎকালীন এসআই কামরুল হাসান।

সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আহিদুলকে এই সাজা দেয় আদালত।

এ ছাড়া একই আদালত বুধবার মো. শাকিল মিয়া (৩৪) নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করে বলে জানান পিপি চন্দনকুমার পাল।

পিপি বলেন, শাকিলকে ৫১০টি ইয়াবাসহ ২০১৭ সালের ১৫ জুলাই হাতেনাতে আটক করে র‌্যাব। পরে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা হয়। মামলায় আটজনের সাক্ষ্য নিয়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে।